
নিজস্ব প্রতিবেদকঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রেমিকের বিয়ের খবর পেয়েই বিয়ের দাবীতে ২দিন ধরে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অবস্থান, বিয়ে না করলে আত্নহত্যার হুমকি দিয়েছেন প্রেমিকা মারুফা সিদ্দিকা ৷
গত শুক্রবার ১ অক্টোবর সকাল ৭টা হতে প্রেমিকা মারুফা সিদ্দিকা প্রেমিক সবুজের বাড়িতে বিয়ের দাবীতে অবস্থান করছে ৷
প্রেমিক সফিকুল ইসলাম সবুজ (৩১) উপজেলা ভানোর ইউনিয়নের নেংটিহারা গ্রামের সাইদুর রহমানের ছেলে ও প্রেমিকা মারুফা সিদ্দিকা (১৮) একই গ্রামের মোজাম্মেল হকের মেয়ে ৷
মারুফা জানান, সবুজের সাথে আমার ৩ বছর ধরে প্রেমের সম্পর্ক এবং সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার দৈহিক মেলামেশা করেছে ৷ পরে আমি আমার এক বন্ধুর কাছে জানতে পারি যে সবুজ বিয়ে করতে যাচ্ছে, তাই সেই বিষয়ে জানার জন্য সবুজকে আমি বৃহস্পতিবার রাতে ফোন দেয় সবুজ অস্বীকার করে বলে আমি বিয়ে তোমাকেই করবো অন্য কাউকে নয়, আমি এখন থানায় একটা মামলা নিয়ে ব্যস্থ আছি, তোমার সাথে পরে কথা বলবো ৷ কিন্তু শুক্রবার সকালে আমার চাচাতো বোনের কাছে জানতে পারি সবুজ গত বৃহস্পতিবার রাতে লুকিয়ে বিয়ে করে নিছে, এই খবর পাওয়ার সাথে সাথে আমি সবুজের বাড়িতে চলে আসি, পরে ঐ মেয়ে (সদ্য বিবাহিত বউ নাসরিন) ওর বাবার বাড়িতে চলে যায় ৷
তিনি আরো বলেন, সবুজ যদি আমাকে বিয়ে না করে তবে আমি আত্নহত্যা করবো আর তার দায়ভার সবুজকে নিতে হবে ৷
আমাদের প্রতিনিধি সবুজের বিয়ে হইছে এবং তার বউ আছে, তবে সে আপনাকে কিভাবে বিয়ে করবে এ বিষয়ে মারুফার কাছে জানতে চাইলে সে বলে আমি তার দ্বিতীয় বউ হয়ে তার বাসায় থাকবো ৷
সদ্য বিবাহিত বউ নাসরিনের বাবার সাথে মুঠোফোনে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ছেলের পরিবার ঐ মেয়ে (মারুফার) পরিবারের সাথে বসে মীমাংসা করতে চাইছে মীমাংসা করে ঐ মেয়েকে তার বাবার বাড়িতে পাঠায় দিলে আমি আমার মেয়েকে তার (সবুজ) বাড়িতে পাঠায় দিবো ৷
এ বিষয়ে জানতে ছেলের ফোনে একাধিক বার কল দেওয়া হলেও ছেলের ফোন বন্ধ পাওয়া যায় ৷ তার পরিবারের লোকজন বলেন, তাদের সম্পর্কের বিষয়ে আমরা কিছুই জানিনা ৷
ভানোর ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহাব সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি আমি ঐ এলাকার লোকজনের কাছে জানতে পেরেছি তবে ছেলে ও মেয়ের পরিবারের কেউ এখনো আমায় অবগত করেনি ৷
এ বিষয়ে ওসি তদন্ত আব্দুস সবুরের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি এই বিষয়ে কিছুই জানিনা, তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব ৷