
ঠাকুরগাঁও প্রতিনিধি:
চলতি মাসে (২২ সেপ্টেম্বর) বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে চেক জালিয়াতির মিথ্যা মামলা, হয়রাণী ও ভয়ভীতি থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করে স্ব-পরিবারে আত্মহত্যার হুমকি দিয়েছিল বালিয়াডাঙ্গী উপজেলার গণউন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সাবেক মাঠকর্মী চাড়োল ইউনিয়নের মধুপুর গ্রামের বেলাল উদ্দিন। “মামলা তুলে না নিলে আত্মহত্যার হুমকি” শিরোনামে সোস্যাল মিডিয়াসহ বিভিন্ন অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রকাশিত হয়।
এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুর ১২টায় বালিয়াডাঙ্গী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির মাঠে সংবাদ সম্মেলনের আয়োজন করেন গণ উন্নয়ন সমবায় সমিতির ম্যানেজার বেলাল উদ্দীন। সংবাদ সম্মেলনে সাবেক মাঠকর্মীর করা সব অভিযোগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত সব সংবাদ মিথ্যা দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন সমিতিটির প্রতিষ্ঠাতা সভাপতি।
সংবাদ সম্মেলনে ৩ পৃষ্ঠার লিখিত বক্তব্যে বেলাল উদ্দীন দাবি করেন, গত ২২ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে তার ও তার পরিবারের বিরুদ্ধে যে সব অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। দুদকে তার বিরুদ্ধে মামলা দায়ের করে হয়রানী করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। সেই সাথে তিনি বলেন নিজে ও তার পরিবার কোন ধরণের দাদন ব্যবসার সাথে জড়িত নন এবং কারো জমি দখল ও হয়রানি মূলক মামলা কারো বিরুদ্ধে করে নাই। তবে তিনি সমবায় সমিতির সাথে জড়িত বলে স্বীকার করেন।
সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে বেলাল বলেন, ৪ লক্ষ টাকা নয় দেড় লাখ টাকা জামানতে ৭ হাজার টাকা মাসিক বেতনে তার সমিতিতে চাকরি নিয়েছিলেন সাবেক মাঠকর্মী। গত সংবাদ সম্মেলনে মাঠ কর্মীর নিকট থেকে চাকরি হওয়ার পর ব্যাংকের মাধ্যমে বেতন ভাতা পরিশোদের জন্য ১০ পাতার যে চেক জমা নেওয়ার অভিযোগ করেছিল তা সম্পুর্ণ মিথ্যা। তিনি বলেন, আমাদের কর্মীদের নগদে বেতন পরিশোধ করা হয়। শুরুতে এমন নিয়ম চালু করার ইচ্ছে থাকলেও পরে সম্ভব হয়নি।
উল্লেখ্য যে, গত ২২ সেপ্টেম্বর বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবে মধুপুর গ্রামের বেলাল উদ্দীন সাংবাদিক সম্মেলন করে দুদকে মামলা করায় তার পরিবারকে হুমকি ও জামানতের চার লক্ষ টাকা ফেরত চাওয়ায় ৪৩ লক্ষ টাকার ৩টি চেক জালিয়াতির মিথ্যা মামলার করার অভিযোগ তুলেন। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম ও টেলিভিশনের সংবাদ প্রকাশ হলে আজ তার পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করেন সমিতির প্রতিষ্ঠাতা বেলাল উদ্দীন।