
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
আগামী ১লা অক্টোবর ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসীল অনুযায়ী ১৩ই সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ ও সংশোধনী, ১৪ সেপ্টেম্বর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ, ১৬ সেপ্টেম্বর মনোনয়ন পত্র দাখিল, ১৮সেপ্টেম্বর প্রাথীতার মনোনয়ন যাচাই-বাছাই, ১৯ সেপ্টেম্বর মনোনয়ণপত্র প্রত্যাহার, ২০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও চুড়ান্ত নামের তালিকা প্রকাশ, এবং ১লা অক্টোবর নির্বাচন অনুষ্ঠান, ভোট গণনা ও ফলাফল প্রকাশ হবে। তফসীল ঘোষণার পর থেকে সম্ভাব্য প্রার্থী ও সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে হরিপুর সরকারি মোসলেমউদ্দীন কলেজে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন পরিচালনার জন্য অধ্যক্ষ মোঃ সৈয়দুর রহমান কে চেয়ারম্যান, আনোয়ার হোসেন ও মোঃ আব্দুল জলিল কে সদস্য মনোনীত করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দুর রহমান বলেন, ইউনিয়নের সদস্যদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখে মনে হচ্ছে এবারের নির্বাচন ব্যাপক ভাবে জমে উঠবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।