আসন্ন ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী গোলাম আশেক আঁকা

আলমগির হোসেন, বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারি উপজেলা ৪নং রমনা ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা মোঃ গোলাম আশেক আঁকা। তিনি দীর্ঘদিন যাবৎ ৪নং রমনা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে আগাম নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ গোলাম আশেক আঁকা ৪নং রমনা ইউনিয়নের সাধারণ মানুষদের দীর্ঘ দিন ধরে সাহায্য সহযোগীতা করে আসছেন। এলাকার উন্নয়নে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। করোনা কালে তিনি অনেক পরিবারকে সহযোগীতা করেছিলেন। তিনি আওমীলীগ এর নৌকা প্রতীকে মনোনয়ন পেলে বিপুল ভোটেনির্বাচিত হবে বলে আশা করেছেন এলাকাবাসী।

মোঃ গোলাম আশেক আঁকা বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে অংশীদার হতে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে দীর্ঘদিনের অবহেলিত ৪নং রমনা ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরের চেষ্টা চালিয়ে যাব। তিনি আরও বলেন, চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন গ্রামের ঘরে ঘরে গিয়ে জনগণের সঙ্গে মতবিনিময় করছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য ভোট প্রার্থনা করছি। নির্বাচিত হলে এলাকাবাসীকে মাদক ও সন্ত্রাসমুক্ত ৪নং রমনা ইউনিয়ন উপহার দেব।