
“”কোটটা এখনও কাঁদে“”
——খতিব আলম
কোটটা এখনও কাঁদে, সেই ছয় বোতামের কোটটা।
১৫ই আগস্টের পর থেকে আজও কাঁদছে,
নষ্ট হওয়ার ভয়ে কাঁদছে না, কাঁদছে,
যোগ্যদের শরীরে ব্যবহার না হওয়ার কারণে।
আমি দেখতে পাই তার চোখের কোনায় নোনাজল,
যখন দেখি চোর, বাটপার,খুনি ও ধর্ষকের শরীর আবৃত করে আছে সেই ছয় বোতামের কোটটা।
আমি শুনতে পাই তার কান্নার আওয়াজ,
সে শুধু চিৎকার করতে পারে না,চিৎকার করে বলতে পারে না, তুই চোর, তুই বাটপার, তুই খুনি, তুই ধর্ষক।
তুই তোর শরীর থেকে আমাকে খুলে যোগ্যদের কাছে দিয়ে দে,আমাকে শান্তিতে থাকতে দে।
আমার তখনই হাসি পায়, যখন দেখি কোটের মালিক পোস্টারের উপড়ে ছোট্টো আকারের ছবিতে ফ্যাল ফ্যাল করে শুধু তাকিয়ে থাকে নিচের দিকে,বড় বড় ছবিতে চোর, বাটপার আর ধর্ষকের গায়ে তার সেই প্রিয় কোটটা।
তখন দুইজনেই কাঁদে, আজও অঝরে কেঁদেই চলছে।