হবিগঞ্জের বাহুবলে ‘কুখ্যাত ডাকাত’ সাহাব উদ্দিন গ্রেপ্তার

মীর দুলাল হবিগঞ্জ,জেলা প্রতিনিধি :-

হবিগঞ্জ জেলার বাহুবল থেকে বিভাগীয় ডাকাত দলের সদস্য সাহাব উদ্দিন (৩০)কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর)২১ ইং বিকেলে লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের নেতৃত্বে র‍্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে বাহুবল উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

সে দক্ষিণ ভবানীপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে ও ছাতক থানায় দায়ের করা মামলার (মামলা নং-১৩, তারিখ-১১.০৪.২০১৪, ধারা; ৩৯৫/৩৯৭/৪১২ দঃ বিঃ এবং জিআর নং- ৭২/১৪, দায়রা- ৭৪৬/২০১৫ ধারা) আসামী।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।

তিনি জানান- পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।