পঞ্চগড়ে আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আছমা আক্তার আখি,পঞ্চগড় প্রতিনিধি:

আগামী নভেম্বরের মধ্যে পঞ্চগড় জেলা আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠানের নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ( ২২সেপ্টেম্বর ) বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর হল রুমে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশ্বাস মতিউর রহমান বাদশা, যুগ্ন সাধারন সম্পাদক,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় সংসদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সোহেল পারভেজ, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় সংসদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৌশিক নাহিয়ান নাবিদ, সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় সংসদ।

এটিএম সায়েম লিয়ন,সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় সংসদ। সঞ্চালনা করেন, মোঃরবিউল ইসলাম ( চানু ) যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ আওয়ামী যুবলীগ পঞ্চগড় জেলা শাখা।

এবং সভাপতিত্ব করেন, আলহাজ্ব মো: শহিদুল ইসলাম, আহ্বায়ক বাংলাদেশ আওয়ামী যুবলীগ পঞ্চগড় জেলা।

এসময় আরও উপস্থিত ছিলেন, মোঃ মামুনুর রশিদ লায়ন, সভাপতি পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী যুবলীগ পঞ্চগড়।

এবং বিভিন্ন উপজেলা থেকে আসা নের্তৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক, বিশ্বাস মতিউর রহমান বাদশা জানান, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে যুবলীগের পতাকা তলে এনে যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে।

এ জন্য আগামী ডিসেম্বরের মধ্যে ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যায়ের সম্মেলন শেষ করতে হবে।এ ক্ষেত্রে দলের ত্যাগী ও পরিশ্রমী নেতাদের মূল্যায়ন করতে হবে।