রাণীশংকৈলে হ্যালো নার্সিং এর উদ্যোগে ইফতার বিতরণ

আবদুল্লাহ আল নোমান, নিজস্ব প্রতিবেদক ::-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার উত্তরগাঁও বগুড়া পাড়া গ্রামে হ্যালো নার্সিং বাংলাদেশের উদ্যোগে ৪০০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার এবং ২০ জনের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ মে) বিকেল চারটায় নার্সিং শিক্ষার্থী সুমার আক্তারের আয়োজনে হোসেনগাঁও ইউপি চেয়ারম্যান মাহবুব আলম এ কর্মসূচির উদ্বোধন করেন। পরে সকলের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করেন আয়োজকরা।

সেসময় উপস্থিত ছিলেন, হোসেনগাঁও ইউপি চেয়ারম্যান – মাহবুব আলম, আয়োজক নার্সিং শিক্ষার্থী – সুমা আক্তার,নার্সিং শিক্ষার্থী ইয়াসমিন আক্তার, ইঞ্জিনিয়ার ফরহাদ আলী, সমাজকর্মী – হেলাল উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।