
অন্তর আহম্মেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২০০(শত পিস) ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার চক নদীর কুল মধ্যপাড়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে সাঈদ হোসেন(৩২) ও একই গ্রামের মোতাহার হোসেনের ছেলে আবু হানজেলা(২২) বলে জানা গেছে। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এর দিকনির্দেশনায় বৃহস্পতিবার সন্ধ্যা ০৭টায়। ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজানসহ সঙ্গীয় ফোর্স সদর থানাধীন মহনপুর গ্রামে এক অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
এ বিষয়ে নওগাঁ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম শামসুদ্দিন বলেন,তাদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।