হবিগঞ্জে মাদক সেবনের অপরাধে যুবককে ছয় মাসের কারাদণ্ড প্রদান

মীর দুলাল হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ের মাদক সেবনের অপরাধে এক যুবক কে ত্র‍্যামমান আদালতে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ২১ ইং দুপুর সারে ১২ ঘটিকার সময় ইসরাত আরা জাহান উমি, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট,

বানিয়াচং, হবিগঞ্জ বানিয়াচং থানা পুলিশের সহায়তায় অত্র জাতুকর্ণপাড়া মাইজের মহল্লায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করিয়া আলফু মিয়া (৪৪) পিতা- মৃত সৈয়দ উল্লা, সাং- জাতুকর্ণপাড়া (মাইজের মহল্লা) থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জকে ইয়াবা (মাদক) সেবনের অপরাধে ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০/-টাকা অর্থ দন্ড ও সাজা প্রদান করেন।

ত্র‍্যামমান আদালত কে বানিয়াচং থানার এক দল পুলিশ সহায়তা প্রদান করেন।