পঞ্চগড়ে বটবৃক্ষের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আছমা আক্তার আখি, পঞ্চগড় প্রতিনিধি : (১৫ সেপ্টেম্বর) বুধবার, তরুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি”৷ এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের একঝাঁক তারুণ্যের হাত ধরে পথচলা (বটবৃক্ষ সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) পঞ্চগড়ের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ দুপুরে কেক কেটে অনুষ্ঠানের সুচনা করা হয়, সেবার মাধ্যমে বন্ধুত্ব, সহশিক্ষা, ব্যাক্তিত্ব বিকাশ ও আত্মউন্নয়ন করে একটি উন্নত, সমৃদ্ধ, নিরাপদ ও মানবিক পঞ্চগড় গড়ার লক্ষ নিয়ে গত ১ বছর ধরে পঞ্চগড়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি। আজ পঞ্চগড় শিল্পকলা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পঞ্চগড় পৌরসভার মেয়র মোছাঃ জাকিয়া খাতুন। আলোচনাসভায় সভাপতিত্ব করেন, মকবুলার রহমান সরকারী কলেজের অধ্যক্ষ জনাব মোঃ দেলোয়ার হোসেন প্রধান। অন্যান্নর মধ্যে পঞ্চগড় সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যাপকজনাব মোঃ হাসানুর রশীদ বাবু,পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোঃ সফিকুল আলম, বটবৃক্ষের উপদেষ্টা, ধাঁনসিঁড়ি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোছাঃ ফোরাত জাহান সাথী মোঃ রফিকুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান বাদল, বটবৃক্ষ সগঠনের সভাপতি মোঃ আল আমিন, সাধারন সম্পাদক, মোঃ ইমরান হোসেন রাজুসহ সদস্য ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।