
আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে মাদ্রাসার শিক্ষকের কাছে ১০ বছরের শিশু ছাত্র বলাৎকারের শিকার হয়েছে। গত ১২ ই সেপ্টেম্বর রবিবার লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের শিমুলিয়া এমদাদিয়া কাওমী মাদ্রাসায় এ ঘটনাটি ঘটে। তথ্য সুত্রে জানা যায়, শিশুটি প্রায় ৩ বছর যাবত এ মাদ্রাসায় থেকেই পড়াশোনা পড়াশোনা করছে। মাদ্রাসার শিক্ষক ইব্রাহিম শিশুটিকে নির্যাতন করে। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় মাদ্রাসা থেকে একাই বাসায় চলে যায়। তার পরিবারকে বিষয়টি জানালে অভিভাবকগণ স্থানীয় হাসপাতালে শিশুটিকে চিকিৎসা দেন। পরে শিশুটির বাবা ও খালু মাদ্রাসায় এসে মাদ্রাসার প্রিন্সিপালকে জানায়। প্রিন্সিপাল অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা থেকে বের করে দেন। এ বিষয়ে শিমুলিয়া এমদাদিয়া কাওমী মাদ্রাসার প্রিন্সিপাল আবুল কালাম (ছদ্মনাম) জানান, এটা জঘন্যতম ঘটনা। অতিভদ্র শিশুটি। শিশুটির বাসা দূরে থাকার কারণে আমাদের মাদ্রাসায় থেকেই পড়াশোনা করতো। আমাদের মাদ্রাসার শিক্ষক ইব্রাহিম তাঁকে নির্যাতন করেছে। আমি শিশুটির বাবা ও তার খালুর কাছ থেকে জানতে পেরেছি। এবং সাথে সাথে তা শিশুটির পরিবারের চাহিদা অনুসারে অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে। এ বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন জানান, এ বিষয়ে কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, অভিযুক্ত শিক্ষক ইব্রাহিমের বাড়ি বগুড়া জেলায়।