
আছমা আক্তার আখি পঞ্চগড় প্রতিনিধি: (১৩ সেপ্টেম্বর) পঞ্চগড় শহরে একটি ভাড়া বাড়ি থেকে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। গত(৯ সেপ্টেম্বর ) বৃহস্পতিবার দূপুরে পঞ্চগড় শহরে রৌশনাবাগ এলাকায় ভারা বাড়ি থেকে আয়েশা (২০) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় ওই নববধূর স্বামী মোঃ মাহাবুব কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত আয়েশা পঞ্চগড় সদর ইউনিয়নের ব্যারিস্টার বাজার এলাকার মোঃ বাবুল হোসেনের মেয়ে। গত ছয় মাস আগে তুলার ডাঙ্গা এলাকার মোঃ মাহবুব হোসেনের সঙ্গে তার পরিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা ভাড়া বাড়িতে থাকেন। পুলিশ ও স্থানীয়রা জানান, চলতি মাসের ১ তারিখে রৌশনাবাগ এলাকার ওই বাড়িতে ভাড়ায় উঠেন মাহবুব- আয়শা।এদিকে বৃহস্পতিবার সকালে তাদের কোন সাড়া শব্দ না পেয়ে মর্জিনা নামের আরেক ভাড়াটিয়া আশাকে ডাকতে যান।মর্জিনা দেখতে পান গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে আয়েশা।তখনো ঘুমাচ্ছিলেন স্বামী মাহবুব। পরে মর্জিনার বাড়ির মালিক সুলতান কে ডাকেন।থানায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুল লতিফ মিয়া ( পিপিএম) বিষয়টি নিশ্চিত করে জানান,প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন আসলে মৃত্যুর কারণ জানা যাবে। আর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।