
আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ডাকাতি কালে ব্যবহৃত নাম্বার বিহীন তিনটি ট্রাক এবং দেশীয় অস্ত্রসহ ৫ জন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল ৯ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার মধ্য রাতে গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়ন এর উত্তর শাহপুর এলাকা থেকে আন্তঃজেলা ডাকাতদের কে আটক করে গজারিয়া থানা পুলিশ। তথ্য সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রইছ উদ্দিন এর নেতৃত্বে ডাকাতির প্রস্তুতির সময় তাদেরকে আটক করা হয়। আরো জানা যায়, পুলিশের উপস্থিত টের পেয়ে একটি ট্রাক ও পিক আপ থেকে ৮-১০ জন ডাকাত রাস্তার পাশের খালে পানিতে ঝাঁপ দেয়, তাৎক্ষণিক পুলিশ সদস্যরাও খালের পানিতে ঝাঁপ দিয়ে ৫ ডাকাতকে আটক করে। শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন। উল্লেখ্য, এই ঘটনায় গজারিয়া থানার এস আই মো. কামাল উদ্দিন বাদী গজারিয়া থানায় মামলা দায়ের করেছে। আটককৃতরা হলো মো. আসলাম (৩৮), ইসমাইল (৫০), মো. সুমন (৩৪), রাসেল হাসান (১৮), মেহেদী হাসান (১৮)।