পঙ্গু আছান উদ্দিনের স্বপ্ন পূরণ করল আমাদের পরিবার বাকোসপোতা

ময়মনসিংহ ব্যুরো:- পঙ্গু আছান উদ্দিন (৭৫) কে নতুন একটি হুইল চেয়ার দিয়ে তার চথচলার স্বপ্নে আলো জ্বালিয়ে দিল আমাদের পরিবার বাকসপোতা মাধ্যমিক বিদ্যালয়ের একদল তরুণ-তরুণী। গত ১ বছর আগে মোঃ আছান উদ্দিন (৭৫) প্যারালাইসিস হয়ে একটি পা ও একটি হাত অচল হয়ে যায়। সেই থেকে বিছানায় পড়ে আছেন তিনি। গরীব পরিবারের পক্ষে হুইল চেয়ার কেনার সামর্থ্য না থাকায়,ঘরের বিছানায় শুয়েই তার সারাদিন কেটে যেতো। অসুস্থ বৃদ্ধের চলাফেরার জন্য তার পরিবারের লোকজন অনেকের দ্বারে দ্বারে ঘুরেও হুইল চেয়ারের ব্যসস্থা করতে পারেন নি। অবশেষে পঙ্গু আছান উদ্দিনকে নতুন একটি হুইল চেয়ার দিয়ে তার চথচলার স্বপ্নে আলো জ্বালিয়ে দিল আমাদের পরিবার বাকসপোতা মাধ্যমিক বিদ্যালয়ের একদল তরুণ-তরুণী। শনিবার রাত ৭টায় আছান উদ্দিনের বাড়িতে গিয়ে হুইল চেয়ার ও নগদ অর্থ সহায়তা করেন, আমাদের পরিবার বাকসপোতা মাধ্যমিক বিদ্যালয়ের সদস্যরা। এসময় খুশিতে আবেগ-আপ্লুত হয়ে পড়েন আছান উদ্দিন ও তার পরিবার। বৃদ্ধা আছান উদ্দিন ঝিনাইদহ জেলা, মহেশপুর উপজেলার ৬নং নেপা ইউনিয়নের মাইলবেড়িয়া(ঢাকা পাড়া) গ্রামে মৃত করিম শেখের ছেলে। আছান উদ্দিন জানান, কোন রকমে খেয়ে না খেয়ে বেঁচে আছি। তার উপর ওষুধ কিনতে হয়। গত ১ বছর ধরে আমি অচল। আমার দুই ছেলে-চার মেয়ে। অনেক কষ্টে চার মেয়েকে বিয়ে দিয়েছি। দুই ছেলের আলাদা সংসার। হুইল চেয়ার কেনারও সামর্থ্য নেই। আমার দুর্দশার কথা শুনে কয়েকদিন আগে আমার বাড়িতে এসে একটি নতুন হুইল চেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দেন। তারা তাদের প্রতিশ্রুতি রেখেছেন। আমাদের পরিবার বাকসপোতা মাধ্যমিক বিদ্যালয়ের সদস্যরা জানান, আমরা গরীব-দুঃখী মানুষের পাশে আছি,ভবিষ্যতেও থাকব।