টিকা নেওয়ার পরেও করোনায় আক্রান্ত সাংবাদিক রমজান আলী ও তার স্ত্রী

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: দৈনিক করতোয়ার বালিয়াডাঙ্গী প্রতিনিধি ও বালিয়াডাঙ্গী ল্যাবরেটরি স্কুলের পরিচালক রমজান আলী গতকাল (৮ সেপ্টেম্বর) ও তাঁর স্ত্রী রোকেয়া আকতার রিমা আজ (৯ সেপ্টেম্বর করোনা পজিটিভ হয়েছেন। রমজান আলী করোনার দুই ডোজ ভ্যাকসিন (টিকা) নিয়েছিলেন এবং স্ত্রী রিমা প্রথম ডোজ টিকা নিয়েছেন। বালিয়াডাঙ্গী হাসপাতালের ইউএইচসি আবুল কাসেম জানান, তাদের বর্তমান শারীরিক অবস্থা ভালো। তারা দু’জনে বালিয়াডাঙ্গীস্থ বাসায় আইসোলেশনে আছেন। রমজান আলী সকলের কাছে তাদের দু’জনের জন্য দোয়া চেয়েছেন।