বানিয়াচংয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর গ্রেফতার

মীর দুলাল, হবিগঞ্জ প্রতিনিধি: বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের এক সদস্যকে চুরি হওয়া মোটরসাইকেল’সহ মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোটরসাইকেল চোর মোঃ নুরুল ইসলাম সুমন(১৯) বিজ্ঞ আদালতে সেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সে হবিগঞ্জ সদরের মাছুলিয়া গ্রামের রমজান আলীর ছেলে নজরুল ইসলাম সুমন (১৯) থানা সুত্রে জানা যায়, গত ২৩ জুলাই দিবাগত গভীর রাতে বানিয়াচংয়ের গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সহ-সভাপতি সাবাজুর রহমান ও তার ছোট ভাই তহিদুর রহমানের দুটি মোটরসাইকেল নিজ বাড়ি থেকে চুরি হয়। পরবর্তীতে চুরির ঘটনায় বানিয়াচং থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। বানিয়াচং থানার অফিসার ইনচার্য মো: এমরান হোসেন জানান, চুরি, ডাকাতি’সহ সব ধরনের আইন বিরোধী কাজের বিরুদ্ধে থানা এলাকায় অভিযান অব্যাহত থাকবে।