স্বপ্ন হারানোর দিন – কল্পনা দাস

             স্বপ্ন হারানোর দিন

                   কল্পনা দাস

আজকের এই দিনে উঠেছিল কালবৈশাখী ঝড়

যে ঝড়ে ওলট-পালট হয়েছিল আমার সাজানো ঘর।

কত যতন করে স্বপ্নগুলো সাজিয়েছিলাম আমার ছোট্ট ঘরে

সবকিছু তছনছ হয়েছিল ঐ একটি মাত্র ঝড়ে।

স্বপ্নগুলো আমার কোথায় যেন গেল হারিয়ে

কিছুতেই পেলাম না আর সেগুলো ফিরে।

আমার ঘরের নেইতো কিছুই অবশিষ্ট

তাইতো হলাম আমি অন্যের স্বপ্নের আশ্রিত। 

ধীরে ধীরে সময়ের স্রোতে আবার আশা জাগল মনে

নতুন নতুন স্বপ্নগুলো মাকড়সার মত দিচ্ছে জাল বুনে।

তাইতো আমি স্বপ্নগুলোর করছি আবার যতন

স্বপ্নগুলো হচ্ছে রঙিন, সজীব, তরতর এখন।

সেদিন আমার মনে ছিল এক বুক আশা

ঝড় আসার আগেই কেউ একজন দিবে আমায় ভরসা।

আসেনি তো কেউ, হয়নি সহায়

স্বপ্নগুলো তাই অকালেই মরে যায়।

এই দিনটি এলে তাইতো আমি থাকি শঙ্কিত

আবার যদি ঝড় এসে স্বপ্নগুলো নিয়ে যায় আগের মত।