পলাশবাড়ীতে সাপের ভয় দেখিয়ে চাঁদা আদায় আতঙ্কিত হয়ে পড়ছে নানা শ্রেণী-পেশার মানুষ

হামিদুল হক মন্ডল, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা এলাকায় রাস্তায় রাস্তায় সাপ নিয়ে বেদে সম্প্রদায়ের নারীদেরকে চাঁদা উত্তোলন করতে দেখা যায়। এতে করে আতঙ্কিত হয়ে পড়ছে নানা শ্রেণী-পেশার মানুষ। কয়েকদিন থেকে চলছে এ ধরনের চাঁদাবাজি। ৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে শহরের ব্যস্ততম এলাকা চারমাথা জিরোপয়েন্ট ও প্রেসক্লাবের সামনে দেখা যায় বেদে সম্প্রদায়ের এক নারী (৩৫) সাপ নিয়ে চাঁদা তোলার এমন ভয়ানক দৃশ্য। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে টাকা চাইছেন। এর ফলে ছোট-বড় সব বয়সি মানুষ আতঙ্কিত হয়ে উঠছেন। সাপের ভয়ে অনেকে টাকা দিতে বাধ্য হচ্ছেন। তবে এ সাপুরে নারী টার্গেট করছেন মূলত সাপ ভিতু মানুষদের। সাপ গলায় জড়িয়ে রেখে আবার কাঠের ছোট বাক্সের মধ্য থেকে সাপের মাথা বের করছেন। এ সময় সাপ তার জিহ্বা নাড়ানোর কারণে আতঙ্কিত হয়ে পড়ছে মানুষ। চমকে উঠছেন পথচারী ও দোকান মালিকরা। এরপর পথ আগলে দাবি করা হচ্ছে টাকা। চাহিদা মতো টাকা না দিলে ছেলেদের শার্ট আর মেয়েদের ওড়না টেনে ধরা হচ্ছে। সাপ নিয়ে চাঁদাবাজি নতুন নয়,কিন্তু বর্তমানে তা খুব বেশি দেখা যাচ্ছে এ পৌর নগরীতে। অনেক পথচারী সাপের ভয় থেকে বাঁচতে চাঁদা দিতে বাধ্য হচ্ছেন। লোক বুঝে যার থেকে যেমন টাকা পাচ্ছেন,তা আদায় করছেন। টাকা আদায়ের সময় কয়েকজন মিডিয়াকর্মী ওই নারীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তার নাম ও বাড়ি কোথায় জিজ্ঞাসা করা হয়। কিন্তু এসব প্রশ্নের উত্তর দিতে নারাজ ওই নারী। তবে তিনি জানান,তার স্বামী নেই। ছেলেমেয়ে আছে দুইজন। বেদে সম্প্রদায়ের মানুষ তিনি। আয়-উপার্জনের ভিন্ন কোনো পথ তার জানা নেই। তাই তিনি সাপ দেখিয়ে টাকা নেন। প্রতিদিন তার আয় হয় পাঁচ থেকে ছয়শ টাকা। এ টাকা দিয়েই কোনোভাবে ছেলে ও মেয়েকে নিয়ে সংসার চালান তিনি।