পঞ্চগড়ে আগুনে কেড়ে নিল কৃষক জলিলের স্বপ্ন

আছমা আক্তার আখি,পঞ্চগড় প্রতিনিধি:-

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ভোর রাতে পঞ্চগড় সদর ১ নং অমরখানা ইউনিয়নের ঠুটাপাখরী গ্রামে মোঃ আব্দুল জলিলের বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কৃষক আব্দুল জলিল জানান  বিভিন্ন সমিতি থেকে লোন নিয়ে কিনেছিলেন গরু, ছাগল। ভোর রাতের এই অগ্নিকাণ্ডের কারণে গরু,ছাগল এর পাশাপাশি ঘরে রাখা ধান, মরিচ ও যাবতীয় সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে।

আনুমানিক ৭ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়।

কৃষক জলিল জানান মঙ্গলবার, ভোর রাতে হঠাৎ

বিকট শব্দে ঘুম ভাঙে তার এসময় তিনি ঘরে আগুন দেখতে পান তার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ও স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে।

ততক্ষণে আগুনে পুড়ে সব কিছুই ছাই হয়ে যায়।

এলাকাবাসীরা আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রাস্তা ভালো না থাকায় ফায়ার সার্ভিসের সদস্যদের ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। কিন্তু এর আগেই বাড়ি ঘর পুড়ে যায়। পরে পঞ্চগড় ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনা স্থানে পরিদর্শনে আসেন।পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মকর্তা তুষার কিন্তি রায় জানান তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষতিপূরণ নিরূপণ করা যাবে।

স্থানীয়রা ধারণা করেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

১ নং অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান নূর জানান এ আগুনে পুড়ে দুটি ঘরসহ,মরিচ, ধান, গম, ৪টি ছাগল ও দুটি গরু মারা যায়।

কৃষক আব্দুল জলিল বলেন আমাদের পরনের কাপড় ছাড়া বাকি সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।স্বপ্ন সব শেষ হয়ে গেছে আবার ঋণের বোঝা টানতে হবে।

উপজেলা নির্বাহি অফিসার মোঃ আরিফ হোসেন জানান অগ্নিকাণ্ডের খবর পেয়েছি।ঘটনা স্থান পরিদর্শন করি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ টাকা,ডেউটিন, কম্বল ও শুকনো খাবার দিয়েছি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে সার্বিক সহযোগিতা করা হবে।