
মীর দুলাল হবিগঞ্জ, জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে তিন টি হাইওয়ে রেস্টুরেন্টেকে অর্থদন্ড প্রদান করেন।
মঙ্গলবার (০৭সেপ্টেম্বর) ২১ ইং দুপুর র্যাব-৯সিপিসি-১ হবিগঞ্জ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মাধবপুর হাইওয়ে ইন ও আল আমীন” বাশপাতা রেস্টুরেন্টে কে ১লক্ষ ১৫ হাজার টাকা জরিমান প্রদান করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার ” র্যাব -৯সিপিসি -১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এবং সিনিঃ এএসপি এ,কে,এম কামরুজ্জামান” ইমরান মাখমুদ “মুক্তার হোসেন’ সহ র্যাব এর একটি টিম
নেতৃতে অভিযান পরিচালনা করা হয়।
র্যাব৯ সিপিসি ১হবিগঞ্জ এর ইমরান হাসান জানান
সকল অনিয়ম এর বিরুদ্ধে র্যাব এর অভিযান অব্যাহত রয়েছে।