দাকোপের বাজুয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের বদ্যভুমির সামনে নবনির্মিত রাস্তার উদ্ধোধন

 স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান: খুলনার দাকোপের বাজুয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের ঐতিহাসিক মুক্তিযোদ্ধা সৃতিসৌধের সম্মুখে নিমিতব্য রাস্তার শুভ উদ্ধোধন করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের বিদায়ী সভাপতি ও বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রঘুনাথ রায়।এসময় অন্যদের মধ্য উপস্হিত ছিলেন উপজেলা প্রকৌশলী ননীগোপল দাস,প্রধান শিক্ষক সুকুমার মন্ডল,সহকারী প্রধান শিক্ষক বিশ্বজিৎ দে,রবার্ট হালদার,অচিন্ত সাহা জি এম রেজা ,উৎপল দাস,পরিমল দাস,তুষার রায়,চন্দ্রশেখর রায়,সন্ধ্যা রায়,অচিন্ত দাস, রাস্তাটি নির্মানের ফলে স্কুলগামী হিজার হাজার শিক্ষার্থী ও স্হানীয় জনসাধারনের চলাচল ক্ষেত্রে বিশেষ উপকার হবে বলে উপস্হিত ব্যক্তিরা মতামত প্রকাশ করেন,এ ছাড়া নদী ভাঙ্গন রোধ সহ মুক্তিযোদ্ধা সৃতিসৌধ সংরক্ষনে রাস্তাটি কার্যকর ভুমিকা রাখবে এইমর্মে স্হানীয় জনসাধারন অভিমত ব্যক্ত করেছেন।