হবিগঞ্জের বানিয়াচংয়ে ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেফতার ১!

মীর দুলাল হবিগঞ্জ প্রতিনিধি ঃ

হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রবাসীর স্ত্রীর নামে ফ্রেস বুক আইডি খোলে কুরুচিপূর্ণ পোস্ট করার দায়ে ভুক্তভোগী ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দাখিল করেন!

অভিযোগে ভিত্তিতে বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে এক যুবক কে গ্রেফতার করেছেন।

শনিবার (৪ ঠা সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগের গ্রেফতারকৃত ব্যাক্তিকে আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃত আসামী হলো,বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আহাম্মদ আলীর পুত্র সবুজ মিয়া(৩৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়,একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মিয়াখানী গ্রামের বাহরাইন প্রবাসীর স্রীর পেইক আইডি খুলে বিভিন্ন কুরুচিপূর্ণ পোস্ট করতে থাকে গ্রেফতারকৃত আসামী সবুজ।

পরে ঐ প্রবাসীর স্রী বানিয়াচং থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি অভিযোগ দায়ের করেন।

এই অভিযোগের প্রেক্ষিতে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।

এরই প্রেক্ষিতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)এমরান হুসেনের দিক নির্দেশনায় এসআই সামছুল ইসলাম সহ এক দল পুলিশ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত কাল রাত নয়টার দিকে স্হানীয় বড়বাজার এলাকা থেকে সবুজকে গ্রেফতার করেন!

ডিজিটাল নিরাপত্তা আইনের অভিযোগের বিষয় টি নিশ্চিত করেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন।

তিনি জানান প্রবাসীর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে আসামি কে গ্রেফতার করে আদালতের মধ্যেমে কারাগারে প্রেরণ করা হয়েছে।