খুলনার দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান গুনারী নদী ভাংগন পরিদর্শন করেছেন

স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধান:-

খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নে গুনারী কালীবাড়ি এলাকায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান।

আজ ৪ সেপ্টেম্বর শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গুনারী কালীবাড়ি এলাকায় ঢাকী নদীর তীরে বিশ্বব্যাংকের আর্থায়নে নির্মিত ভেড়ী বাঁধ ভাংগন পরিদর্শনকরেন। এ সময় তার সফর সঙ্গী হিসাবে উপস্হিত ছিলেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ বিশ্বাস, শিক্ষক মনিমোহন সরদার, ইউপিসদস্য নিমাই মন্ডল, সমাজসেবক হাফিজুর রহমান, শশাংক ঢালী, মনিন্দ্রনাথ মন্ডল, নকুল সরদার, সরোজিত মন্ডল, সসীম প্রকাশ জোয়ার্দার, সহ এলাকার সুধীজন। ভাংগন কবলিত এলাবাসী বলেন এই এলাকায় মনুষ ৩ বার নদীভাংগনের শিকার হয়ে তাঁদের ঘর বাড়ী নদীগর্ভে বিলিন হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কোম্পানি আমাদের এখানে ওয়াবদা ভেড়ী বাঁধ নির্মাণ করেছে কিন্তু তারা যদি পরিকল্পনা মতো কাজ করতো তাহলে আমাদের এখনো ভাংগনের কবলে পড়তে হতোনা। ঢাকি নদীর তীরে কাছাকাছি বাঁধ নির্মাণ করা হয়েছে। এছাড়াও কিছু অসাধু বালু ব্যাবসায়ী পাশ্ববর্তী উপজেলা থেকে এসে ড্রেজার মেশিন দিয়ে বালু উক্তোলন করছে এ ভাংগন কবলিত এলাকা থেকে। সেকারণেই সম্প্রতি নতুন করে নদীভাংগন দেখা যাচ্ছে বলে জানায় এলাকাবাসী।.