রাণীশংকৈলে অটোমোবাইল ওর্য়াকসপ মালিক সমিতির অভিষেক সভা

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)থেকে: বাংলাদেশ অটোমোবাইল ওর্য়াকসপ মালিক সমিতির অধীনে বৃহস্পতিবার (২সেপ্টেম্বর) রাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও হরিপুর দুই উপজেলার উপদেষ্টা মন্ডলির সদস্যদের নিয়ে এক অভিষেক সভা আয়োজিত হয়। গোলাম সারোয়ার বিপ্লবের সভাপতিত্বে বাংলাদেশ অটোমোবাইল ওর্য়াকসপ মালিক সমিতির রাণীশংকৈল ও হরিপুর শাখার আয়োজনে অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য উপজেলা আলীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও হরিপুর সহকারী উপজেলা শিক্ষা অফিসার এম এ এস রবিউল ইসলাম সবুজ, হরিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের প্রতিনিধি জেলা আ’লীগের কৃষি ও পণ্য বিষয়ক সম্পাদক আনিসুরজ্জামান শান্ত, রাণীশংকৈল অটোমোবাইল ওয়ার্কসপ সমিতির সভাপতি শ্রী অমল সরকার, সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ আশা স্টীল এর সত্বাধিকারী এনামুল হক, ওর্যাকসপ মালিক সমিতির অন্যান্য পদে থাকা সকল নেতৃবৃন্দ প্রমূখ। রাণীশংকৈল অটোমোবাইল ওর্য়াকসপ মালিক সমিতিরবর্তমানে সদস্য সংখ্যা ১২০০ জনের মত বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি অমল সরকার । আয়োজিত অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে সংগঠনটির অগ্রযাত্রা সহ সাফল্য কামনা করেন। অটোমোবাইল ওর্য়াকসপ মালিক সমিতির সকল কার্যক্রমে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন ।