
মীর দুলাল হবিগঞ্জ জেলা প্রতিনিধি: নবীগঞ্জে নিখোঁজের ৪ দিন পর ডোবার মধ্যে মিললো নিখোঁজ মিশুক চালক আবিদুর রহমানের লাশ। উপজেলার গোজাখাই ব্রিজের পাশের ডোবায় লাশ পাওয়া গেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। শুক্রবার( ৩ সেপ্টেম্বর)২১ ইং দুপুর ১২টায় উপজেলার গোজাখাই ব্রিজের পাশের ডোবায় স্থানীয় লোকজন একটি লাশ দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।
এব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, পিবিআই স্পেশাল টিমকে খবর দেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হবে। আসামী সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।