রাণীশংকৈলে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাণীশংকৈলে(ঠাকুরগাঁও)প্রতিনিধি: বুধবার ( ০১ সেপ্টেম্বর) ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার পৌর ও উপজেলা বিএনপি’র আয়োজনে জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাণীশংকৈল উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসুচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিকালে রাণীশংকৈল ডিগ্রী কলেজ হলরুমে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত থেকে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আইনুল হক, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক নুরনবী, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাবেক ছাত্রনেতা ও যুবদলের যুগ্ম-আহবায়ক বকুল মজুমদার প্রমূখ। এছাড়াও এ সময় উপজেলা, পৌর ও ইনিয়ন বিএনপি’র নেতাকর্মীসহ অঙ্গওসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।