
হবিগঞ্জ জেলা প্রতিনিধি ঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ের স্কুল ছাত্রী অপহরনের অভিযোগ দাখিলে পুলিশের অভিযানে
নড়াইল থেকে অপহরণকারীকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ।
গ্রেফতারকৃত অপহরণকারী নড়াইল জেলার সদর থানা নড়াইল ভাটিয়া গ্রামের মোঃ ইউনুস মিয়ার ছেলে মোঃ এনামুল বিশ্বাস (২২)পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৪ মাস আগে বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের ৮ম শ্রেণির জনৈক ছাত্রী (১৫) এর সাথে মোবাইল ফোন রং নম্বর পরিচয় হয় নড়াইল জেলার মোঃ এনামুল বিশ্বাসের। পরিচয়ের এক পর্যায়ে গত রোববার (২৯ আগস্ট) সকাল ৭টায় প্রতারক এনামুল বিশ্বাস বানিয়াচংয়ের ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।
অপরদিকে মেয়েকে না পেয়ে বানিয়াচং থানায় সাধারণ ডায়রী করেন ছাত্রীর বাবা মা!
ভিকটিমকে উদ্ধারে দায়িত্ব নেন পুলিশ।
বানিয়াচং থানার এস আই রাকিব হোসেন!
সোমবার (৩০ আগস্ট)২১ ইং সকাল ১১টায় নড়াইল জেলার সদর থানা পুলিশের সহায়তায় ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারী মোঃ এনামুল বিশ্বাসকে গ্রেফতার করা হয়।
অপহণকারীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে ।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন অপহরকারীকে গ্রেফতার ও ভিক টিম উদ্ধার এর বিষয় টির সত্যতা নিশ্চিত করেন!তিনি জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি খুব গুরুত্বসহকারে আমরা নিয়েছি । খুব দ্রুততার সাথে ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করতে সমর্থ হয়!