আটোয়ারীতে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যা

আছমা আক্তার আখি,পঞ্চগড় প্রতিনিধি:-

পঞ্চগড়ের আটোয়ারীতে যৌতুকের ১৮ হাজার টাকা না পেয়ে বানেসা ২১ নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করলো স্বামী শাহিন আলম।

আজ বুধবার (১ সেপ্টেম্বর )সকাল ১০ ঘটিকার সময় আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন গৃহবধূ বানেসা।

এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আটোয়ারী উপজেলার ৪নং রাধানগর ইউনিয়নের লক্ষ্মীদাসী গুচ্ছগ্রাম এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায় ,২০১৬ সালে শাহিনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় গৃহবধূ বানেসার বিয়ের সময় ছেলেপক্ষ যৌতুক হিসাবে এক লাখ ২৮ হাজার টাকা দাবি করেন।

তবে দরিদ্র পরিবার হওয়ায় বিয়ের দিন ১ লাখ ১০ হাজার টাকা দিতে পারলেও বাকি ১৮হাজার টাকা আর পরিশোধ করতে পারেননি নিহত বানেসার বাবা ইয়াসিন আলী।

এদিকে বাকী যৌতুকের টাকা না পেয়ে বানেসার উপর শারীরিকভাবে নির্যাতন শুরু করে তার স্বামী শাহিন এক পর্যায়ে প্রচন্ডভাবে মারপিট শুরু হয়।

এ ব্যাপারে নিহত ওই গৃহবধূর বাবা ইয়াসিন আলী বাদী হয়ে আটোয়ারী থানায় (৩ )জনের নামে মামলা দায়ের করেছেন।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন।

এ ব্যাপারে প্রধান আসামি শাহিন কে আটক করা হয়েছে। এদিকে মামলার আরো দুই আসামি পলাতক থানায় তাদের আটকের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।