
মোঃ আলমগীর হোসেন ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমি উপলক্ষে আনন্দ ঘন পরিবেশে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ আজ সোমবার, শুভ জন্মাষ্টমী। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার লক্ষ্যে মহাবতার ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। সেই উপলক্ষ্যে প্রতিবছর শ্রীকৃষ্ণের জন্মতিথিতে পালন করা হয় জন্মাষ্টমী। জন্মাষ্টমি পালন উপলক্ষে আনন্দ ঘন পরিবেশে আলমডাঙ্গায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমি পালিত হয়েছে। সত্য নারায়ন মন্দির প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাসান কাদির গনু। পৌর পুজা উৎযাপন পরিষদের সভাপতি পরিমল কুমার কালু ঘোষের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুজা উৎযাপন পরিষদের যুগ্ম আহবায়ক প্রশান্ত অধিকারি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি ডাঃ অমল কুমার বিশ্বাস, আলমডাঙ্গা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র নাথ দত্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সমির কুমার দে, আলমডাঙ্গার উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক নয়ন সরকার। হিন্দু বৌদ্ধ খ্রস্টান ঐক্য পরিষদের সাধারন সস্পাদক বিশ্বজিৎ শাধুখাঁর উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি সুশিল কুমার ভৌতিকা, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের পৌর সাধারন সম্পাদক পলাশ আচার্য, সত্যনারায়ন মন্দিরের পুরোহিত বরুন পান্ডে, অসিম কুমার সাহা,হারান অধিকারি,বিজয় কুমার সিহি,সজন সাহা প্রমুখ।সভায় শ্রী কৃঞ্চের জন্মতিথি নিয়ে আলোচনা করেন।অনুষ্টানে যেমন খুসি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়িদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।