
হামিদুল হক মন্ডল, গাইবান্ধা প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট মঙ্গলবার বিকালে পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজ চত্বরে উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আতিক হাসান মিল্লাতের সভাপতিত্বে আলোচনা সভা ও দো’আ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি এবং প্রধান আলোচকের বক্তব্য রাখেন যথাক্রমে বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোহাম্মাদ আসিফ সরকার ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন। পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন,সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল ও উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মামুন-আর-রশিদ সুমন ছাড়াও উপজেলা ও ইউপি ছাত্রলীগ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।