পঞ্চগড়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বিক্ষোভ ও পথ সভা অনুষ্ঠিত

আছমা আক্তার আখি,পঞ্চগড় জেলা প্রতিনিধি:-

পঞ্চগড়ে বৃহৎ সংগঠন মোটর পরিবহন শ্রমিক এর নির্বাচনে দাবি।সোমবার ৩০ আগস্ট দুপুর ১ টায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পঞ্চগড়ে বৃহৎ সংগঠন মোটর পরিবহন ২৬৪ এ নির্বাচনে সময় সীমা পেরিয়ে গেলেও নির্বাচনের গতিশীল বাধাগ্রস্ত করছে বর্তমান কমিটি।

গঠনতন্ত্র প্রক্রিয়া অনুযায়ী নির্বাচনের দাবিতে মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ২৬৪ এর এক-তৃতীয়াংশ নেতাকর্মী পথ সভা ও বিক্ষোভ করেন পঞ্চগড়ে।

পরে এম আর কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে এবং বিক্ষোভ মিছিলটি পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়।

পরে বিকালে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়।

পঞ্চগড় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ২৬৪এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ,সড়ক সম্পাদক মোহাম্মদ শাহিন রাজা মিয়া, সাবেক ক্রীড়া সম্পাদক মোঃ নুরুজ্জামান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক, সিনিয়র সভাপতি মোঃ আকতার হোসেন, সাবেক সমাজকল্যাণ সম্পাদক মোঃ এমদাদুল হকসহ বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচন ৯ সেপ্টেম্বর ২০১৮ সালে ঘোষণা হলেও চলতি নির্বাচনের মাত্র ৯ দিন বাকি রয়েছে। অথচ বর্তমানে কার্যকরী কমিটি আগামী নির্বাচনের প্রস্তুতি বা সাধারণ সভা না করেই এখনো অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছে। এতে ক্ষোভের সৃষ্টি হয়, বিভিন্ন নেতা কর্মীদের মাঝে।

তাই অবিলম্বে মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ২৬৪ এর নির্বাচনের দাবি জানানো হয়েছে।

দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।