নওগাঁয় আনারসের বাজারে আগুন বিক্রি হচ্ছে কেজি দরে

অন্তর আহম্মেদ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ

সারাদেশে কেজি দরে তরমুজ বিক্রি নিয়ে চলছে তুলকালাম। ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জেল-জরিমানা কোনো কিছুতেই দমানো যাচ্ছে না ব্যবসায়ীদের। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আনারস। রবিবার দুপুরে নওগাঁ শহরে দেখা গেছে, প্রতি কেজি আনারস বিক্রি হচ্ছে ৭০থেকে৮০ টাকায়। অনেক ক্রেতাই দাম শুনে খালি হাতে ফিরে যাচ্ছেন। ইচ্ছামতো দাম বৃদ্ধি করে আনারস বিক্রি করছেন ব্যবসায়ীরা।

সরেজমিনে শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ছোট আনারস কেজি দরে রমজানের আগে বিক্রি হতো ৪০ থেকে ৪৫ টাকা। কিন্ত ১৬ রমজানে এসে তার দাম বেড়েছে ৭০ থেকে ৮০ টাকা। তার মানে কেজিতে বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা।সরবরাহ থাকলেও সংকটের কথা বলে আনারসের দাম বেশি নিচ্ছেন ব্যবসায়ীরা। এতে ঠকছেন ক্রেতারা।

আনারস কিনতে আসা রতন সরদার নামে এক ক্রেতা বলেন, জীবনে আনারস কেজি দরে কিনিনি এ বছর তরমুজের পড়ে আনারস ৭০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এমন অবস্থায় আমার পক্ষে ক্রয় করা সম্ভব নয়।

সোহেল নামে আরও এক ক্রেতা বলেন, আড়তদাররা কৃষকদের কাছ থেকে পিস হিসেবে আনারস কিনে খুচরা বাজারে দ্বিগুণ মূল্য বাড়িয়ে কেজি দরে বিক্রি করছেন।

খুচরা বিক্রেতা চায়না সান্যাল জানান, আড়তদার থেকে আমরা মণ হিসাবে আনারস কিনে খুচরা বিক্রয় করি, এক দিনে সব আনারস বিক্রয় হয় না। কিছু আনারস পচে নষ্ট হয়ে যায়, দোকান ভাড়া সব মিলিয়ে কেজি প্রতি ১০থেকে১৫ টাকা লাভ করি।

নওগাঁ বাজারের একজন আড়তদার বলেন, এ বছর আনারসের দাম বেশি। আমরা টাঙ্গাইলের মধুপুর, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও রাঙ্গামাটির কৃষকদের কাছ থেকে প্রতি পিস আনারস ২০ থেকে ২৫ টাকা দরে ক্রয় করি। দুই হাজার টাকা মণ বিক্রি করি। পরিবহন, শ্রমিক খরচ, আড়ত ভাড়া মিলিয়ে অনেক দাম পড়ে যায়। তবে তুলনামূলক বেশি লাভ করেন খুচরা বিক্রেতারা।