খুলনার দাকোপ উপজেলায় মৎস্য সপ্তাহ পালনে গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান :বেশী বেশী মাছচাষকরি,বেকারত্ব দুরকরি”এই প্রতিপাদ্য বিষয় কে সামনে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে দাকোপ উপজেলায় গনমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সেমিনার কক্ষ্যে অনুষ্ঠিত সভায় মৎস্য সপ্তাহের তাৎপর্য তুলে ধরেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বাদল কুমার সাহা, বিপুল কুমার দাস, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভূইয়া, সাধারণ সম্পাদক শেখ মোজাফ্ফার হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ শামিম হোসেন, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম খান, দপ্তর সম্পাদক জি এম আজম, সাবেক সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, জি এম রেজা, সাংবাদিক গোবিন্দ বিশ্বাস, দীপক সরদার, দীপক রায়,এস এম মামুনুর রশিদ, মজনু ফকির, পারুল বেগম প্রমুখ। সভায় বাংলাদেশ অর্থনীতিতে মৎস্য সম্পদের অবদান ও মৎস্যজীবিদের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়। এবার মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে দাকোপে ৩৪ টি জলাশয়/পুকুরে ৪০৮ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত,২০২০-২১ অর্থবছরে কোভিট-১৯ মহামারিতে ক্ষতিগ্রস্ত ৬২৭ জন মৎস্য চাষীকে ৯৪ লক্ষ ৯২ হাজার টাকা অনুদান এবং সাগরে মাছ ধরা বন্ধ থাকায় উপজেলা ৬৩৯ জন মৎস্যজীবিদের মধ্যে জনপ্রতি ৮৬ কেজি চাউলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।