বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদকে বহিষ্কার এর বিষয়ে নওগাঁয় সংবাদ সন্মেলন

অন্তর আহম্মেদ ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদকে বহিষ্কার এর বিষয়ে নওগাঁয় সংবাদ সন্মেলন হয়েছে। আজ শনিবার (২৮ আগষ্ট) শহরের কাজীর মোড়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নিজেস্ব অফিসে সংবাদ সন্মেলন করেন, সংগঠনটির নওগাঁ ইউনিট এর চেয়ারম্যান এ্যাডঃ এ কে এম ফজলে রাব্বী। এ সময় তিনি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এ কে এম নজমুল হক মন্টু গত ২৬/০৭/২০২১ইং নওগাঁ সদর থানায় মাদক মামলায় জড়িত থাকার কারণে থানায় এজাহার হয় গত ২৮/০৭/২০২১ইং বিষটি জানার পর তাৎক্ষনিক ভাবে তাকে নির্বাহী কমিটির সভায় সাময়িক ভাবে বরখাস্ত করে নির্বাহী সদস্য সারোয়ার তানজিদ সম্রাটকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব প্রদান করা হয় এবং এ কে এম নজমুল হক মন্টুর বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদম্ত কমিটির প্রতিবেদের প্রাপ্তি সাপেক্ষে তাকে গত ২৩/০৮/২০২১ইং স্থায়ী ভাবে বরখাস্ত করা হয় এবং আজীবন সদস্য পদ বাতিল করে কেন্দ্রকে অবগত করার ব্যাবস্থা গ্রহণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটের ভাইস চেয়ারম্যান মাহ্ফিজুর রহমান (বাবু), ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সারোয়ার তানজিদ সম্রাট, সদস্য প্রতাপ চন্দ্র সরকার, দেওয়ান আলি আকবর, জাহাঙ্গীর আলম, এ্যাড সরদার সালাহউদ্দীন মিন্টু, নারগিস সহ অন্যান্য সদস্যগণ।