নওগাঁয় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ

অন্তর আহম্মেদ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁয় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ২ মে রবিবার সকালে সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের নামাহাতাশ গ্রামের অরুণ সাহানা নামে এক ব্যক্তির হাসায়গাড়ি বিলে ধানের খলা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বিলে রক্তাক্ত লাশ দেখে গ্রামের লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।