
রাশিদুল ইসলাম,(নাটোর) প্রতিনিধিঃ নাটোর জেলার শ্রেষ্ট সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হয়েছেন গুরুদাসপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু রাসেল। উপজেলা পর্যায়ে রাজস্ব প্রশাসন ও ভূমি অফিসের সকল কাজে অবদান রাখায় এবং চৌকস অফিসার হিসাবে দায়িত্বপালনে বিশেষ স্বীকৃতি স্বরুপ ২০২০-২১ অর্থ বছরে এই স্মারক প্রদান করা হয়। আজ রবিবার (২২ আগস্ট) নাটোরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদ সহকারী কমিশনার(ভূমি) মো-আবু রাসেলকে ক্রেস্ট শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আশরাফুল ইসলাম। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আবু রাসেল জানান, নাটোর জেলার শ্রেষ্ট সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আমাকে নির্বাচিত করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জেলা প্রশাসক, নাটোর জনাব শামীম আহমেদ স্যার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), নাটোর জনাব মোঃ আশরাফুল ইসলাম স্যারের প্রতি। অশেষ কৃতজ্ঞতা স্নেহ বৎসল উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন স্যারের প্রতি। সকল কাজে প্রয়োজনীয় নির্দেশনা ও কাজে স্বাধীনতা দিয়ে তার আস্থায় রাখার জন্য। গুরুদাসপুর উপজেলায় ভূমি অফিসে সেবাগ্রহীতাদের সার্বিক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিগত প্রায় এক বছরে চেষ্টা করেছি অফিসের বাহ্যিক এবং গুনগত পরিবর্তন আনতে। পরিকল্পনা অনুযায়ী কিছুকাজ সম্পন্ন করা হলেও যেতে হবে অনেক দূর। আজকের এ অর্জন আগামীদিনের অনুপ্রেরণা। এ অর্জন ইউ,এন,ও স্যারসহ রাজস্ব প্রশাসনের সকলের।
