নওগাঁয় ২১শে আগষ্ট গ্রেনেড হামলা সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও মোমবাতি প্রজ্জ্বলণ

অন্তর আহম্মেদ ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ ২১শে আগষ্ট বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় আইভি রহমান সহ সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও মোমবাতি প্রজ্জ্বলণ করেছে বঙ্গবন্ধু পরিষদ, নওগাঁ জেলা শাখা। জেলার প্রাণ কেন্দ্র মুক্তির মোড়ে বঙ্গবন্ধু পরিষদ, নওগাঁ জেলা শাখার আয়োজনে শনিবার (২১আগষ্ট) সুন্ধা ৭টায় মোমবাতি প্রজ্জ্বলণ এ অনুষ্ঠান, অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান মামুন, অর্থ সম্পাদক সুবাশিষ ঘোষ, নওগাঁ পৌর শাখার আহবায়ক জহুরুল ইসলাম, সদস্য সচিব আসাদুজ্জামান খান সজল, পৌর শাখার সদস্য রায়হানুল ইসলাম রনি, রায়হান,মোহেদি হাসান রিজেন্ট, ফরিদ আলম প্রমুখ।