দাকোপের লাউডোব ইউনিয়ন আ.লীগের উদ্যোগে জাতীয় শোক ও গ্রেনেড হামলা দিবস পালিত

স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান: ৭৫এর ষড়যন্ত্র কারীরা এখনো সজাগ আছে এ কথা উল্লেখ করে দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলী খান বলেন শোক কে শক্তিতে পরিনত করে জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে নেতাকর্মীদের কাজ করতে হবে। তিনি আরো বলেন বিএনপি -জামাত জোটের হত্যা আর অপরাধের ধারাকাহিকতয়ায় ২০০৪ সালের একুশে আগষ্ট সন্ত্রাস বিরোধী এক মিছিল পুর্ব সমাবেশ আহবান করে বাংলাদেশ আওয়ামীলীগ। আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিনা মেঘে বজ্রপাতের মত তাকে লক্ষ করে একের পর এক গ্রেনেড বিস্ফোরিত হতে থাকে।এই গ্রেনেড হামলায় শেখ হাসিনা প্রাণে বেচে গেলেও প্রাণ হারান আইভী রহমানসহ চব্বিশ জন আওয়ামী লীগ নেতাকর্মী। চিরদিনের জন্য পঙ্গু হয়ে যায় শত শত নেতাকর্মী। আজ ২১ আড়ষ্ট শনিকার বিকাল পাচটারদিকে লাউডোব ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি সাগর বাছাড়ের সভেপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও নবনির্বাচিত লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ যুবরাজ,বক্তব্য রাখেন সন্জয় মোড়ল,দেবপ্রসাদ গাইন,সাইফুল ইসলাম টুটুল,দেবব্রত সরকার,ধ্রবশংকর রায়,রিতা মরকার,দিপংকর বৈদ্য,নিহার মন্ডল,দিলীপ সরকার,গাজীরহিম, অচিন্ত সাহা,তুষার দাস,দুর্গাপদ সরকার,নিতাই জোয়াদ্দার সহ আরো অনেকে।পরে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।