
নিজস্ব প্রতিবেদক:-
রাজধানী ঢাকা মিরপুরের সরবত বেপারী কালাম এর বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।
সূত্র জানায়, মিরপুরের সরবত বেপারী কালামের গ্রামের বাড়ি বরিশাল বাকেরগন্জ উপজেলায়। সে এলাকায় একাধিক মামলার আসামি হওয়ায় দীর্ঘদিন পূর্বে রাজধানী ঢাকায় এসে মিরপুর স্টেডিয়ামের পাশে সিড়ির নিচে এক রোমের একটি ঘরে ভারা থাকে।
খোঁজ নিয়ে জানা যায়, ঐ ভুয়া সাংবাদিক কালাম মিরপুর ১০নং গোল চক্কর এলাকায় ফুটপাতে ৫ টাকা করে লেবুর সরবত বিক্রি করতো। বর্তমানে নাগরিক সংবাদ নামে’র একটি সংবাদ মাধ্যমের ভুয়া কার্ড গলায় ঝুলিয়ে দেশের বিভিন্ন মাদ্রাসা এতিমখানায় চাঁদাবাজি করে আসছে। সে গত কয়েক মাস পূর্বে মিরপুর ১০নম্বর এলাকায় একটি খাবার হোটেলে সাংবাদিক পরিচয় দিয়ে ঝামেলা করে। তখন এক পর্যায়ে হোটেল কর্তৃপক্ষ গোপনে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানালে পুলিশ এসে তাকে উত্তম মধ্যম দিয়ে আটক করে।
মিরপুর ১০ নাম্বার এলাকায় ফুটপাতের এক জুতা দোকানদার বলেন, কালাম তো এখন সরবত বিক্রি করে না, তিনি এখন কক্কার(তক্ষক) ব্যবসা করেন। বিভিন্ন ব্যবসায়িদের টার্গেট করে বলেন তার কাছে কক্কা(তক্ষক) আছে, এবং তা দেখানোর কথা বলে ১ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত বায়না নিয়ে তক্ষক আনার কথা বলে সে পালিয়ে যায়।
আরও জানা যায়, কালাম প্রায় ১০ বছর যাবৎ নিজেকে বিভিন্ন মহলে সাংবাদিক পরিচয় দিয়ে আসছে। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক মিরপুর প্রেসক্লাবের এক সদস্য বলেন, কালামের নামে প্রকাশিত কোন নিউজ আজ পর্যন্ত দেখলামনা। আমার জানামতে আজ পর্যন্ত বাংলাদেশের কোনো পত্রিকায় বা মিডিয়ায় কালামের নামে কোন নিউজ প্রকাশ হয়নাই।
কালামের উদ্দেশ্যে মিরপুরের সিনিয়র এক সাংবাদিক বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। কিছু অশিক্ষিত মূর্খ চাপাবাজদের কারনে প্রকৃত সাংবাদিক ও সাংবাদিকতা পেশা কলঙ্কিত হচ্ছে। আমার জানামতে সে একজন প্রতারক। সাংবাদিক পরিচয় দিয়ে সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে প্রতারনা করে আসছে। এই ভুয়া সাংবাদিক কালাম ওরফে সরবত কালাম যদি তার নাম ঠিকানা বাংলা এবং ইংরেজিতে লিখতে পারেন তাহলে আমি সাংবাদিকতা ছেরে দিবো। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।