গ্রেনেড হামলায় শহীদদের স্বরনে দেবীদ্বারে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শনিবার বিকেল ৫টায় কুমিল্লা দেবীদ্বার ১নং বড়শালঘর বেগম নূর নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামীলীগ নেতা ইউনুছ মাষ্টারের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি এডভোকেট নিজামুল হক’র সভাপতিত্বে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে স্মরণসভা ও দোয়ার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার ও উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচ্যক হিসাবে ভিডিও ভার্চ্যুয়ালে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, এমপি, জাতীয় সংসদ অধিবেশনের প্যানাল স্পিকার, সচিব ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এবিএম গোলাম মোস্তফা, বিশেষ অতিথি ছিলেন ঢাকা গ্রুপের এমডি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, সহ সভাপতি আব্দুল মহতিন মুন্সী।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির উদ্দীন শিশির, ধর্ম বিষয়ক সম্পাদক মোতাহের হোসেন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমন ভূইয়া প্রমুখ।

বক্তারা বলেন, ২১ আগস্ট বাঙালি জাতির জীবনে আরেক মর্মন্তুদ অধ্যায় রচনার দিন, ১৫ আগস্ট বাঙ্গালী জাতির অবিসংবাদীত নেতা জাতির জনকসহ তার পরিবারের সদস্যদের হত্যার পর ২১ আগস্ট বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনাকে হত্যার মধ্যদিয়ে আওয়ামীলীগ ও মুক্তিযুদ্ধের অর্জনকে ভুলুন্ঠিত করার চেষ্টা করেছিল।