গুরুদাসপুরে অনৈতিক কাজের সময় প্রেমিক প্রেমিকা আটক

রাশিদুল ইসলাম,(নাটোর) প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুর পৌর এলাকায় অনৈতিক কার্যকলাপের সময় জনতার হাতে নাতে ধরে ফেলে কথিত প্রেমিক প্রেমিকাকে।পরে কয়েকজন ব্যক্তি এসে প্রেমিক রাব্বিকে ছিনিয়ে নিয়ে নিয়ে যায়। এ ঘটনায় সবুজ বিশ্বাস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয়সুত্রে জানা যায়, গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্র নগর গ্রামের লুতু প্রামাণিকের ছেলে রাব্বীর সাথে শিকার পুর গ্রামের ১০ম শ্রেণীর জনৈক তরুনীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত বৃহস্পতিবার রাতে প্রেমিক প্রেমিকা চাচকৈড় মধ্যপাড়া আছির মোড় এলকার ভাড়াটিয়া রতনের ফাঁকা ঘরে ঢুকে অনৈতিক কার্যকলাপের সময় রতন চোর মনে করে ঘরের শিকল তুলে দিয়ে চিৎকার শুরু করে। এসময় প্রতিবেশীরা এসে প্রেমিক -প্রেমিকাকে আটক করে। কিন্তু চাচকৈড় বাজারের আলমগীর ও বখতো সোনারসহ কয়েকজন এসে রাব্বীকে ছিনিয়ে নিয়ে চলে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তরণীর মুখে সব শুনে সবুজ বিশ্বাস নামে একজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।