প্রকাশ পেলো প্রিন্স মিলনের ‘করলি বুকে ক্ষত’ 

বিনোদন ডেস্ক:

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘করলি বুকে ক্ষত’ শিরোনামের গান। গানটি বৃহস্পতিবার (১৯ আগস্ট) সৃষ্টি মাল্টিমিডিয়ার (Sristy multimedia ) ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি গানের কথা ও সুর করেছেন প্রিন্স মিলন এবং গানটি কম্পোজ করেছেন সংগীত পরিচালক সজিব দাস। গানটির ভিডিও পরিচালনায় ছিলেন সৃষ্টি টিম।

গানটি প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান সৃষ্টি মাল্টিমিডিয়ার কর্নধর আমিরুল ইসলাম বলেন, সৃষ্টি সৃষ্টি মাল্টিমিডিয়য় ‘করলি বুকে ক্ষত’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছে। এই গানটি মানুষের মনে দাগ কাটার মতো। আশা করি দর্শক শ্রোতাদের ভালো লাগবে। সভাইকে গেনটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।

প্রিন্স মিলন জানান, “করলি বুকে ক্ষত” গানটি আমার কথা, সুরে করেছি, সকলে আমার জন্য দোয়া করবেন, আপনাদের দোয়া ও ভালবাসা আমার প্রতিটা কাজের সার্থকতা।

উল্লেখ্য, ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ‘সৃষ্টি মাল্টিমিডিয়া’ এরই মাঝে বেশকিছু দর্শক প্রিয় মিউজিক ভিডিও উপহার দিয়ে মিডিয়া পাড়ায় ও দর্শকদের মনে আলাদা একটি স্থান করে নিতে সক্ষম হয়েছে।