
হামিদুল হক মন্ডল, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধায় অবৈধভাবে আমদানি করা ৩০ বোতল ভারতীয় অফিসার চয়েসসহ একলাসুর রহমান পটু (২১) নামে এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ।
১৮ আগস্ট বুধবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার গিদারী ইউনিয়নের ধুতিচোরা নয়াগাও গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক একলাসুর রহমান ধুতিচোরা নয়াগাও গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) সাইবুদ্দিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদরের গিদারী ইউনিয়নের ধুতিচোরা নয়াগাও গ্রামের ব্রহ্মপুত্র নদের কিনার থেকে ৩০ বোতল অবৈধ ভারতীয় অফিসার চয়েস উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রেতা একলাসুর রহমানকে আটক করা হয়।
তিনি আরও জানান,এ ব্যাপারে একলাসুর রহমানের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগরে পাঠানো হয়েছে।