
অন্তর আহম্মেদ ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর জাতীয় শোক দিবস ও ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখা। এ সময় উপস্থিত ছিলেন, মানাপ নওগাঁ জেলা শাখার উপদেষ্টা মানবতাবাদী সালাউদ্দিন মিন্টু, মানবতাবাদী চন্দন কুমার দেব, মানাপ নওগাঁ জেলা শাখার সভাপতি উত্তম সরকার, সহ-সভাপতি ফজলে মাহমুদ চাঁদ,সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী সিটু,পৌর শাখার- সভাপতি রায়হান আলি সহ অন্যান্য সহযোদ্ধা প্রমুখ। রোববার সকাল ০৯টায় জেলার প্রাণকেন্দ্র মুক্তিরমোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।