রাণীশংকৈলে নেকমরদ বঙ্গবন্ধু কলেজে আ’লীগের উদ্যোগে মিলাদ মাহফিল

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়ন আ’লীগের আয়োজনে বঙ্গবন্ধু কলেজ হলরুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। এতে উপজেলা আ’লীগ, আ’লীগের সহযোগি অঙ্গ সংগঠন ও বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নেতাকর্মীরা অংশ নেন। সোমবার (১৬ ই আগস্ট) দুপুরে নেকমরদ ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি আলহাজ্ব ডাঃ হামিদুর রহমানের সভাপতিত্বে নেকমরদ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শওকত আলী স্বপনের সঞ্চালনায় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে, বঙ্গবন্ধু সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। শোক দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহাম্মেদ, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, নেকমরদ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেলাল উদ্দীন, উপজেলা আ’লীগের সহ সভাপতি মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সহ সভাপতি শাহীন আলম,উপজেলা আ’লীগ সদস্য তারেক আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক আরথান আলী, সাবেক ছাত্রলীগ নেতা মাহবুব আলম, ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানা, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহেরুল ইসলাম, নেকমরদ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি রাফসান জানি (সানি) স্বেচ্ছাসেবকলীগ সদস্য তরুণী বর্মন প্রমূখ। শোক দিবসের আলোচলা সভায় বক্তরা তাদের বক্তব্যে বলেন, ১৯৭৫ এর ১৫ ই আগস্ট বাঙালি জাতির জন্য কলঙ্কজনক একটি অধ্যায়। এদিন স্বাধীনতার স্থপতি যার কারনে আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতাবিরোধী ঘাতকেরা এদিন নির্মমভাবে সপরিবারে শহীদ করেছিল। আমরা দেখেছি নেত্রী এই ঘাতকদের মধ্যে কয়েকজনের বিচারকার্য সম্পন্ন করেছে। আমরা চাই আরও যারা রয়েছেন খুব তাড়াতাড়ি তাদেরও বিচার কার্য সম্পন্ন হবে।