
আবদুল্লাহ আল নোমান, নিজস্ব প্রতিনিধি::-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়ন আ’লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (১৬ ই আগস্ট) নেকমরদ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ হলরুমে ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি আলহাজ্ব ডাঃ হামিদুর রহমানের সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহাম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, নেকমরদ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেলাল উদ্দীন, উপজেলা আ’লীগের সহ সভাপতি মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সহ সভাপতি শাহীন, উপজেলা আ’লীগ সদস্য তারেক আজিজ,উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মাহবুব আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক আরথান আলী, ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানা, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহেরুল ইসলাম, নেকমরদ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি রাফসান জানি (সানি) স্বেচ্ছাসেবকলীগ সদস্য তরুণী বর্মন সহ আ’লীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, নেকমরদ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শওকত আলী স্বপন।
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন বলেন, ১৫ ই আগস্ট বাঙালি জাতির ঘৃণিত একটি অধ্যায়। ইতিমধ্যে কিছু ঘাতকের ফাঁসির রায় কার্যকর হয়েছে। যারা এখনও দেশের বাইরে রয়েছে তাদের দেশে এনে বিচারের রায় দ্রুত কার্যকর করা হবে বলে তিনি জানান।