
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে । দিবসের কর্মসূচি অনুয়াযী সূয্য উদয়ের সাথে সাথে সকল সরকারি ,বে সরকারি প্রতিষ্ঠান ,ভবন ,দোকান পাট ,শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত ভাবে উওোলন করে দিবসের কর্মসূচি সুরু হয়।
হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। সকাল ১১টায় উপজেলা নিবাহি কর্মকতা আব্দুল করিম এর সভা পতিত্বে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল, হরিপুর থানা অফিসার ইনচার্জ এসএম আওরঙ্গজেব, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল, অধ্যক্ষ সৈয়দুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, আব্দুল কাইয়ুম পুষ্প, হরিপুর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আব্দুর রসিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাফফর আহমেদ মানিক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য সাবিনা ইয়াসমিন রিপা, উপজেলা ছাত্রলীগের সভাপতি, সুব্রত ভৌমিক মিলন, সাধারণ সম্পাদক ইউসুফ, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি জয়নুল আবেদীন প্রমুখ।
সভায় নেতৃবৃন্দরা বলেন, ১৯৭৫ সালের আজকের দিনে স্বাধীনতা বিরোধী রাজাকার ও আলবদরদের পাশাপাশি কিছু বিপদগামি সেনা অফিসারের লোভ লালসার কারনে ধানমন্ডির ৩২ নং বাড়িতে অস্ত্র হাতে প্রবেশ করে জাতির পিতা বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের নির্মমভাবে গুলি করে হত্যা করেছিল। তারা ভেবেছিল জাতির পিতার হত্যাকান্ডের মধ্যে দিয়ে এদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে চিরদিনের জন্য বাধাঁগ্রস্থ করে দিবে। কিন্তু দীর্ঘ ২১ বছর পরে জাতির পিতার উত্তরসূরী আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীরের বেশে দেশে এসে জনগনের রায়ে রাষ্ট্রিয় ক্ষমতায় অধিষ্টিত হয়ে তিনযুগের বেশী সময়ে আওয়ামীলীগ সরকার বিশ্বে দেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে সক্ষম হয়েছে। নেতৃবৃন্দরা সকল ভেদাভেদ অতিক্রম করে মুক্তিযুদ্ধের চেতনা ধারনকারী সবাইকে এক জায়গাতে এসে সরকারের উন্নয়ন কর্মকান্ড জাতির কাছে তুলে ধরার আহবান জানান।
আলোচনা সভাশেষে দিবশের বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহন কারি স্কুল, কলেজের ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন ও যুব ঋন বিতরন করা হয়েছে।