
স্বপন কুমার:-
খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের বোর্ডবাড়ী সার্বজনীন মন্দির ঐক্য পরিষদের উদ্যোগে গত শনিবার (৭আগস্ট) সন্ধ্যায় খুলনার রুপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামের হিন্দু পাড়ায় সংঘটিত মৌলবাদী দূর্বৃত্তদের উগ্র সাম্প্রদায়িক হামলা ও লুটপাটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে (১৪ আগষ্ট) শনিবার বিকাল পাঁচটার বোর্ডবাড়ী সার্বজনীন মন্দির প্রাঙ্গনে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।এতে বোর্ডবাড়ীসার্বজনীন কালি মন্দিরের সভাপতি সন্জয় মন্ডলের সভাপতিত্বে মানব বন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা ও কৈলাশগঞ্জ ইউনিয়নের সফল চেয়ারম্যান মিহির কান্তি মন্ডল,
বক্তব্য রাখেন বোর্ডবাড়ী দুর্গা মন্দিরের সভাপতি সুখেন্দু শেখর রপ্তান,বুলু, ইউপি সদস্য সিন্দু রায়,আওয়ামীলীগনেতা দেবব্রতবিশ্বাস ,পিজুষ রায়,নিখিলেস বর্মন ,মলিনা জোয়াদ্দার,পিয়াস মন্ডল,মিন্টুমৃধা,সহ আরো অনেকে বক্তরাঅ সাম্প্রদায়িক বাঙালি চেতনায় সাম্প্রদায়ি কসম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা কারিদের প্রতি তীব্র ধিক্কার জানিয়ে বলেন, যে সকল ষড়যন্ত্রকারী এঘটনার নেপথ্যে আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি একান্ত জরুরী। সামাজিক স্থিতিশীলতা বজায়রেখে অসাম্প্রদায়িক বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি হয়ে ওঠা দোষীদের বিরুদ্ধে জরুরি আইনানুগ ব্যবস্হা গ্রহনেরও জোর দাবী জানান।