
নিজস্ব প্রতিনিধি:-
ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য ও জেলা আ’লীগের কার্যনির্বাহী সদস্য এবং সাবেক উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের উপজেলার সকের টাউন সংলগ্ন নিজ মিলের পাশের শহীদ মিনারে জাতীয় শোক দিবস উপলক্ষে পুষ্পার্ঘ অর্পণ করেন।
এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ ই আগস্টে সকল শহীদদের আত্মার মাগফিরাতে দোয়ার আয়োজন করা হয়।
সেসময় উপস্থিত ছিলেন,জেলা পরিষদ সদস্য আব্দুল কাদের, আরডিআরএস ম্যানেজার তরিকুল ইসলাম, হাফেজ মাওলানা জামাল উদ্দিন ও স্থানীয় সম্মানিত সুধিবৃন্দ।
আব্দুল কাদের তার বক্তব্যে বলেন, ১৫ ই আগস্টে ঘটে যাওয়া নির্মম হত্যাযজ্ঞ এটি একটি জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে বঙ্গবন্ধু সপরিবারে হত্যার কয়েক জন আসামির বিচার কার্য সম্পন্ন হয়েছে। আমি আশা করব বাকি আরো যারা রয়েছেন তাদেরও বিচার কার্য খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে।